| |
               

মূল পাতা সারাদেশ চট্টগ্রামে হেলে পড়ল ৪টি বহুতল ভবন ও দুটি মন্দির


চট্টগ্রামে হেলে পড়ল ৪টি বহুতল ভবন ও দুটি মন্দির


রহমত ডেস্ক     21 December, 2021     10:42 AM    


চট্টগ্রামের মাঝিরঘাটে নির্মাণাধীন ড্রেনের মাটি সরে যাওয়ায় ৪টি বহুতল ভবন ও দুটি মন্দির সম্পূর্ণভাবে হেলে পড়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ভবনগুলো ড্রেনের দিকে হেলে পড়তে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা।  

পরে স্থানীয়দের অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন তারা। 

পরিদর্শনে আসা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ৪টি বহুতল ভবন, ১০টির বেশি কাঁচা ঘর এবং দুটি মন্দির ঝুঁকির মধ্যে রয়েছে।  

স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে মাঝিরঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া গুলজার খালের সংস্কার কাজ চলছিলো। কিন্তু নিরাপত্তামূলক ব্যবস্থা না নেয়ায় পার্শ্ববর্তী সবগুলো স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম কর্ণফুলী