রহমত ডেস্ক 20 December, 2021 07:59 PM
নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ সোমবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। প্রথম দিনে বঙ্গভবনে সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংলাপে বসেছে। এরইমধ্যে জানা গেল রাষ্ট্রপতির সঙ্গে আরও আটটি রাজনৈতিক দলের সংলাপের দিনক্ষণ।
সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সূচি:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- ২২ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায়। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ২৬ ডিসেম্বর (রোববার) বিকেল ৪টায়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-২৬ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ তরিকত ফেডারেশন- ২৭ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টায়। খেলাফত মজলিস- ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি- ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায়। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)- ২৯ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় এবং ইসলামি ঐক্যজোট- ২৯ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায়।
অন্যান্য দলগুলোর সঙ্গে সংলাপের সিডিউল এখনও চূড়ান্ত হয়নি। এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।