মূল পাতা আন্তর্জাতিক জুব্বা পরায় মুসলিম এমপিকে পার্লামেন্ট থেকে বের করে দিলেন স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক 19 December, 2021 02:27 PM
জুব্বা পরে আসায় জাম্বিয়ান পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয়েছে এক মুসলিম এমপিকে। তাঁর নাম মুনির জুলু। মুসলিম এই এমপি থোব বা জুব্বা নামে পরিচিত একটি পোশাক পরেছিলেন। এ পোশাক সংসদীয় পোশাক কোডের লঙ্ঘন বলে তাকে বের করে দেওয়া হয়। তবে জুব্বা সংসদীয় পোশাক কোডের লঙ্ঘন নয় বলে দাবি করেছেন এমপি মুনির জুলু। খবর জাম্বিয়ার সংবাদমাধ্যম লুসাকা টাইমসের।
খবরে বলা হয়েছে, জুব্বা হলো একটি লম্বা পোশাক, যা মুসলিম পুরুষরা পরে থাকেন। এর ওপরের অংশটি সাধারণত শার্টের মতো দেখতে। তবে এটি গোড়ালি পর্যন্ত লম্বা ও ঢিলেঢালা।’
এ বিষয়ে এমপি জুলু বলেন, তিনি স্ট্যান্ডিং অর্ডার ২০৬-এ বর্ণিত কোনো সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করেননি। তার পোশাক আফ্রিকান টোগাসের বিভাগে তালিকাভুক্ত এবং এ ধরনের পোশাক অনুমোদিত। তারপরও প্রথম ডেপুটি স্পিকার ড. মালুঙ্গো চিসাঙ্গানো তাকে বের করে দেন।