রহমত ডেস্ক 13 December, 2021 07:54 PM
ছাত্র জমিয়ত বাংলাদেশ-একাংশের বরিশাল জেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হাফিজ আব্দুর রহমান ছাব্বিতকে সভাপতি, সাইয়্যেদ আবু নাসেরকে সাধারণ সম্পাদক, হাফিজ সুলাইমানকে সাংগঠনিক সম্পাদক ও ত্বকী উসমানীকে প্রচার সম্পাদক করে বরিশাল জেলা ছাত্র জমিয়তের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।
আজ (১৩ ডিসেম্বর) সোমবার সকাল ৯টায় বরিশাল প্রেসক্লাবে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধিবেশন শেষে জমিয়তের প্রয়াত মহাসচিব আল্লামা কাসেমী রহ. এর মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন অধিবেশনের প্রধান অতিথি মাওলানা নাজমুল হাসান কাসেমী।
বরিশাল জেলা ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ আব্দুর রহমান ছাব্বিতের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সা’আদ বিন জাকিরের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার শিক্ষা পরিচালক মুফতী হাবিবুর রহমান কাসেমী। বিশেষ বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ-একাংশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ। বক্তব্য রাখেন, বরিশাল মহানগর জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মুফতী নোমান আহমাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি জাকারিয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, ছাত্র জমিয়ত বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সিফাতুল্লাহ সা’আদ, ছাত্র জমিয়ত নেতা রফিকুল ইসলাম, নাজমুস সাকিব, আব্দুর রহমান প্রমুখ।
ছাত্র জমিয়ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ বলেন, বর্তমান সময়ে ছাত্র সমাজ অত্যন্ত সচেতন। রাজনৈতিক নেতৃত্ব কোনো অন্যায় করলে ছাত্ররাই প্রথমে ফুঁসে উঠে তার প্রতিবাদ জানায়। এজন্যই দেশ ও জাতির স্বার্থে কাজ করার লক্ষ্যে সুশৃংখল এবং সুসংগঠিত ছাত্র রাজনীতি যেকোনো দেশের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য দেশের প্রতিটি ইউনিটে ছাত্র জমিয়ত কর্মীদের মজবুতভাবে সাংগঠনিক ভিত গড়ে তুলতে হবে। কাউন্সিল অধিবেশনে বক্তারা আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. মহাসচিব হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর- জমিয়ত পরিবার অনেকদূর এগিয়েছে। আল্লামা কাসেমী রহ. এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরও দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে হবে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল বরিশাল বরিশাল সদর