| |
               

মূল পাতা জাতীয় আজ থেকে এই শীতের প্রথম শৈত্যপ্রবাহ


আজ থেকে এই শীতের প্রথম শৈত্যপ্রবাহ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 December, 2021     06:35 AM    


আজ সোমবার থেকে সারাদেশে চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বইতে পারে। এ সময় দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি জানান, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসতে পারে।

তিনি আরও বলেন, সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। তবে এ তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা তেমন নেই।

তিনি জানান, শৈত্যপ্রবাহ শুরু হলে দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

/জেআর/