| |
               

মূল পাতা সারাদেশ মাংসে চর্বি দেওয়ায় কসাইকে কোপালেন কলেজশিক্ষক!


মাংসে চর্বি দেওয়ায় কসাইকে কোপালেন কলেজশিক্ষক!


রহমত ডেস্ক     12 December, 2021     11:50 AM    


মাংসে চর্বি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কসাইকে মাংস কাটার দা দিয়ে কুপিয়েছেন এক কলেজশিক্ষক। গুরুতর আহত অবস্থায় কসাই শহীদুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ি বাজারে এই ঘটনা ঘটেছে। মো. হয়রত আলী (৪৪) নামের এ শিক্ষকের এমন আচরণে হতবাক সকলে।

জানা গেছে, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গরুর মাংস কিনতে যান সাপ্টিবাড়ি কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক মো. হযরত আলী। এ সময় কসাই শহীদুল ইসলাম (৩৩) মাংসে এক টুকরো চর্বি দিয়ে দেন। এটা দেখে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার এক পর্যায়ে ওই কলেজ শিক্ষক ক্ষিপ্ত হয়ে কসাইয়ের ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তৎক্ষণাৎ আহত কসাইকে বাজারের লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কসাই শহিদুলের বড়ভাই সিরাজুল ইসলাম জানান, আমার ভাইয়ের অবস্থা আশস্কাজনক। আদিতমারী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আহতের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, আহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর লালমনিরহাট আদিতমারী