রহমতটোয়েন্টিফোর ডেস্ক 10 December, 2021 07:36 AM
সম্প্রতি পদত্যাগ করা ডা. মুরাদ হাসান মধ্যরাতে দেশ ছেড়ে গেলেন। বিমানবন্দরের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সদ্য মন্ত্রিত্ব হারানো মুরাদ কানাডার টরন্টোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
একটি সূত্র জানায়, সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে বিমান বন্দরে প্রবেশ করেন ডা. মুরাদ হাসান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘ডা. মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের এমিরেটস এয়ারলাইনের ইকে৫৮৫ ফ্লাইটের বিজনেস ক্লাসে দেশত্যাগ করেন। রাত ১১টার কাছাকাছি সময়ে তিনি বিমানবন্দরে প্রবেশ করে রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষমাণ ছিলেন। এ সময় তিনি কালো কোট, কালো প্যান্ট মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ওই সূত্র।
এর আগে, বিএনপি নেতা তারেক রহমানের কন্যাকে নিয়ে চরম নারী-বিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্য করা এবং ফাঁস হওয়া একটি টেলিফোন আলাপে একজন চিত্রনায়িকার সঙ্গে চরম অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠার পর মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
/জেআর/