নিজস্ব প্রতিনিধি 09 December, 2021 11:33 AM
জামিনে মুক্তি পেয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর ড. আহমদ আবদুল কাদের। প্রায় ৮ মাসেরও বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কারাগার থেকে তিনি বের হোন।
বিষয়টি রহমত টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল ।
তিনি জানান, ড. আহমদ আবদুল কাদেরের বিরুদ্ধে ৫টি মামলা ছিল। গত ১ ডিসেম্বর সর্বশেষ মামলা থেকে তিনি জামিন পান। সার্বিক প্রক্রিয়া সমাধানে প্রায় ৮দিন সময় লাগায় তিনি আজ সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বের হোন।
কারাগার ফটকে সংগঠনের মহাসচিবকে ফুলের অভ্যার্থনা দিয়ে গ্রহণ করে নেন- সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, গাজীপুর মহামগরী সাধারণ সম্পাদক খন্দকার রুহুল আমীন ও ইসলামী ছাত্র মজলিস গাজীপুর জেলা সভাপতি নাঈমুল ইসলাম।
এর আগে গত ২৪ এপ্রিল শনিবার রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।