| |
               

মূল পাতা আন্তর্জাতিক হেলিকপ্টার বিধ্বস্ত: অগ্নিদগ্ধ ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান, নিহত ৫


হেলিকপ্টার বিধ্বস্ত: অগ্নিদগ্ধ ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক     08 December, 2021     04:30 PM    


ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরইমধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় বিপিন রাওয়াতকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে আশঙ্কাজনক অবস্থায় আছেন তার স্ত্রী মধুলিকা। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ১২টা ৪০ মিনিট নাগাদ কন্নড়ের গভীর জঙ্গলের ভেতর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। সাথে সাথেই সেটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় এর আগে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও উদ্ধারকাজে অংশ নিয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।