রহমত ডেস্ক 07 December, 2021 08:59 PM
আগামীকাল ৮ ডিসেম্বর ২০২১ খেলাফত মজলিসের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল জনশক্তি ও প্রিয় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর দেশের এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আল্লাহর জমিনে খেলাফত ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল খেলাফত মজলিস। দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম, দ্বীনদার বুদ্ধিজীবি, পেশাজীবি, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের সমন্বয়ে এক নবধারার রাজনৈতিক দল হচ্ছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস চায় বাংলাদেশে ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক, জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে। এ লক্ষ্যে ৭ দফা মৌল কর্মসূচি এবং ২৫ দফা আর্থ-সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার সামনে রেখে নিরলসভাবে ময়দানে কাজ চালিয়ে যাচ্ছে খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীরা।’
নেতৃদ্বয় বলেন, ‘খেলাফত মজলিসের সুদীর্ঘ এই পথচলা কুসুমাস্তির্ণ ছিল না। দেশ, জাতি, ইসলাম ও মানবতার পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এসব আন্দোলন-সংগ্রামে হতাহত, হামলা, মামলা, জেল-জুলুমের শিকার হয়েও খেলাফত মজলিস আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে ময়দানে তাৎপর্যপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছে।’
নেতৃদ্বয় আরো বলেন, ‘খেলাফত মজলিস শুরু থেকেই তার সামর্থ অনুযায়ী আর্থ-সামাজিক তৎপরতার মাধ্যমে সমাজের অসহায়-নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা, জলোচ্ছ্বাস অগ্নিকাণ্ড সহ বিভিন্ন সময়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে সামর্থানুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। ইসলামী শিক্ষা ও সুস্থ সংস্কৃতিক আন্দোলনে খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পেশাজীবি ও শ্রমজীবি মানুষের অধিকার ও স্বার্থ সংরক্ষণে খেলাফত মজলিস পালন করছে সময়োপযোগী কর্মসূচি। সাধারণ মানুষের ন্যায্য দাবি-দাওয়াগুলোর সাথে ঐক্যমত পোষণ করে সরকারকে বাধ্য করতে মাঠ পর্যায়ে কর্মসূচিও পালন করে যাচ্ছে খেলাফত মজলিস। গণ-মানুষের পাশে খেলাফত মজলিসের এই অবস্থান এদেশের জনগণ সাদরে গ্রহণ করেছে। স্থানীয় নির্বাচন সহ যেকোন আন্দোলন সংগ্রামে এ দলের সাথে সাধারণ জনগণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ আগামী দিনের পথচল কে আরো ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি। খেলাফত মজলিসের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হোক।’
কর্মসূচি: খেলাফত মজলিসের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের বিভিন্ন শাখায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ৮ ডিসেম্বর সকাল ৮টায় বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা-দোয়া মাহফিল সহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।