মূল পাতা আন্তর্জাতিক ভারতে ‘ওমিক্রন’ আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে
আন্তর্জাতিক ডেস্ক 06 December, 2021 01:00 PM
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যে ২১ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। রবিবার রাজস্থানের জয়পুরে ৯ জন এবং মহারাষ্ট্রে সাতজন করোনা রোগী শনাক্ত হন, যাদের প্রত্যেকেই ওমিক্রনে আক্রান্ত। ফলে দেশটিতে মহামারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মহারাষ্ট্রে সাতজন ওমিক্রন আক্রান্তের মধ্যে চারজন বিদেশ থেকে ফিরেছেন। বাকি তিনজন ওই চারজনের ঘনিষ্ঠ। এতে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হলো আট। আর ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২১। মহারাষ্ট্রে আক্রান্তরা সকলেই পুণের বাসিন্দা। অন্যদিকে, জয়পুরে রবিবার ৯ জনের শরীরে করোনার ওমিক্রন রূপের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রাজস্থানের স্বাস্থ্য দফতর।
রাজধানী দিল্লিতেও করোনার ওমিক্রন আক্রান্তের হদিস পাওয়া গেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ‘ওই ব্যক্তি তানজানিয়া থেকে কয়েক দিন আগেই দিল্লিতে এসেছেন। তার পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত।