মূল পাতা আন্তর্জাতিক ভারতে ঘূর্ণিঝড় জাওয়াদের ভয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হলো ট্রেন
আন্তর্জাতিক ডেস্ক 04 December, 2021 12:58 PM
ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আজ শনিবার রাতে ভারতের অন্ধ্র প্রদেশ-ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এ পরিণত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেইসঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির ভয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ভারতের দক্ষিণ-পূর্ব রেল। লোহার শিকলে বেঁধে দেওয়া হয়েছে ট্রেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হাওড়া বিভাগের শালিমার রেল ইয়ার্ডে এমন চিত্র দেখা গেছে।
এবারই প্রথম নয়, আগেও একাধিকবার দুর্যোগের আগে ট্রেনের চাকায় লোহার শিকল জড়িয়ে তালা দিয়ে বেঁধে রেখেছিলেন রেল-কর্মীরা। সেই চিত্রই ধরা পড়ছে আবার। ভারতের রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করেছে।