রহমত ডেস্ক 04 December, 2021 11:03 PM
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ ডিসেম্বর) শনিবার খিলগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মরহুম মহাসচিব মাওলানা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির জন্য বিশেষ দুআ করা হয় এবং সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে মরহুম মহাসচিব মাওলানা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির জন্য ঢাকা ও চট্টগ্রামে দুআ মাহফিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। দুআ মাহফিল আগামী ২২ ডিসেম্বর ঢাকার খিলগাঁও মাখজানুল উলুমে হেফাজতের উদ্যোগে অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে করোনা মহামারী থেকে নাজাতের জন্য দেশব্যাপী সকল মসজিদ মাদরাসায় বিশেষ দুআর আহবান জানানো হয়। একই সাথে সকল কারাবন্দি আলেম-ওলামা ও তৌহিদী জনতার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
হেফাজতের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর দেওনা পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আনোয়ারুল করীম, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মুসতাক আহমদ ও মাওলানা শাব্বির আহমদ রশীদ প্রমুখ।