| |
               

মূল পাতা সারাদেশ এবার রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


এবার রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


রহমত ডেস্ক     04 December, 2021     12:03 PM    


রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পদ্মা পাম্পের সামনে একটি দ্রুতগামী ট্রাক মোটরবাইক আরোহীকে ধাক্কা দিলে মাহদী হাসান (লিমন) (২১) নামের ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হন।

 গত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত লিমন রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ১৮৩ ব্যাচের শিক্ষার্থী।

সম্প্রতি গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ও রামপুরার একরামুন্নেসা স্কুলের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটে।

লিমন উত্তরার কামারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানায়। বাবার নাম মোজাম্মেল হক। পড়াশোনার পাশাপাশি জুনিয়র লেভেলে ক্রিকেট খেলতেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বিমানবন্দর পুলিশ কাওলা এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা বিমানবন্দর