মূল পাতা আন্তর্জাতিক জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের অধিকার, দিতে হবে : তালেবান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 03 December, 2021 10:34 AM
জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের অধিকার, এ অধিকার জাতিসংঘকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছে তালেবান।
শুক্রবার (৩ ডিসেম্বর) পার্স টুডের খবরে বলা হয়, গত বুধবার আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহাইল শাহিনকে মেনে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান।
এ সময় সামানগানি আশা প্রকাশ করে বলেন, অচিরেই আফগান জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়ার সিদ্ধান্ত বেআইনি ও অন্যায় কারণ, এর মাধ্যমে একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। একটি স্বাধীন দেশের প্রতি এ আচরণ অন্যায় ও অবৈধ বলেও আখ্যা দেন তিনি।
উল্লেখ্য, জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে আফগান প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত কূটনীতিক সুহাইল শাহিনকে মেনে নিতে রাজি নয় বিশ্ব সংস্থাটি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান।
/জেআর/