| |
               

মূল পাতা করোনাভাইরাস ‘ওমিক্রন’ এখন পাশের দেশে


‘ওমিক্রন’ এখন পাশের দেশে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 December, 2021     11:44 AM    


করোনাভাইরাসের বহু রূপান্তরিত নতুন ধরনের নাম ‘ওমিক্রন’। এটি এখন বিশ্ববাসীর জন্য নতুন আতঙ্কের কারণ। ধরনটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ ইতোমধ্যে করোনার আপাত ভয়াবহ এ ধরনের প্রকোপ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রন শনাক্ত হয়েছে। ঘটনাস্থল দেশটির কর্ণাটক রাজ্যে। অর্থাৎ ভারতের প্রথম দুই ওমিক্রন রোগী বর্তমানে কর্ণাটকের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর। তাদের একজন বিদেশি নাগরিক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেন, ওমিক্রন আক্রান্ত দুজনের সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে শনাক্তের পর করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত দুজনের মৃদু উপসর্গ আছে। এখন পর্যন্ত তাদের গুরুতর উপসর্গ দেখা যায়নি।

আগারওয়াল বলেছেন, ‘ওমিক্রন শনাক্তকরণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু সচেতনতা একেবারে জরুরি। কোভিড-১৯ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় ৩২ বার রূপ বদলে ফেলা ওমিক্রন অতি-সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্টের প্রাণঘাতী হয়ে ওঠার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

/জেআর/