রহমত ডেস্ক 01 December, 2021 06:57 PM
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ও পরিষদের নির্বাচিত মেম্বারদেরকে সাইফুল ইসলাম ইয়াহইয়া শিক্ষা ফাউন্ডেশনের সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার ফরিদ আহমদের সভাপতিত্বে ও বড়ময়দান হিফজুল কোরআন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সালেহ আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, সাইফুল ইসলাম ইয়াহইয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া। এছাড়াও বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার বদরুল ইসলাম, ২নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার খায়রুল ইসলাম, ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার তাজুল ইসলাম আইজুল, ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার আব্দুন নূর, ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার ছালেহ আহমদ, ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার সজিব দাস, ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার এনামুল হক,৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার সঞ্জয় দাস, ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার শাহিন আহমদ, মহিলা মেম্বার সুল্কা রাণী দাস প্রমুখ।
স্বাগত বক্তব্যে মাওলানা য়াহইয়া বলেন, আমাদের প্রত্যেকের সম্পদে বঞ্চিত ও দুঃস্থদের হক রয়েছে। বিত্তবানদের উচিত এ হক আদায় করা। আমরা শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণে কাজ করা শ্রেষ্ঠত্বের লক্ষণ। মানবতার প্রয়োজনে তাঁর ডাকে সাড়া দেয়ার জন্য সকলকে মোবারকবাদ জানান তিনি।
নব নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান কে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন সাইফুল ইসলাম ইয়াহইয়া শিক্ষা সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়াও অন্যান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনার জবাবে অতিথিবৃন্দ মানুষ ও মানবতার কল্যাণে মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়ার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিয়ে তাঁর সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।
প্রায় তিন শত দুঃস্থ মহিলা ও পুরুষদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন,ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ কমর উদ্দিন জালালাবাদী,আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মাওলানা কাজী রুহুল আমিন, মাওলানা সালেহ নজীব আল আইয়ূবী, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, আব্দুল খালিক বাদল, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মনসুর আহমদ, মাওলানা আছার উদ্দিন, মাওলানা জুনেদ আহমদ, আব্দুল আহাদ, হাবিবুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট মৌলভীবাজার বড়লেখা