| |
               

মূল পাতা জাতীয় কক্সবাজারে বিমানের সঙ্গে গরুর ধাক্কা


কক্সবাজারে বিমানের সঙ্গে গরুর ধাক্কা


রহমত ডেস্ক     01 December, 2021     02:09 PM    


কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় গরুর সঙ্গে ধাক্কা লেগে ‘অল্পের জন্য রক্ষা’ পেয়েছে  বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এসময় গরু দুটির মৃত্যু হয়। বিমান টি নিরাপদে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সব প্রস্তুতি নেওয়ার পর বিমানটিকে নামার অনুমতি দেওয়া হয়। এ জন্য বিমানটিকে বাড়তি প্রায় ২০ মিনিট আকাশে উড়তে হয়।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, উড়োজাহাজটির ধাক্কায় রানওয়েতেই গরু দুটির মৃত্যু হয়।

এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্টে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিজি ৪৩৪) বোয়িং৭৩৭ উড়োজাহাজটি সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কক্সবাজার রানওয়ে থেকে উড্ডয়ন করছিল।

এসময় রানওয়ের ১৭ নম্বর ডেল্টা পোস্টের সামনে বিমানটির ডানপাশের পাখার সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। গরু দুটির মালিক পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।