| |
               

মূল পাতা উপমহাদেশ মণিপুর রাজ্যে হামলায় ভারতীয় চার সেনাসহ নিহত ৭


মণিপুর রাজ্যে হামলায় ভারতীয় চার সেনাসহ নিহত ৭


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 November, 2021     11:58 PM    


ভারতের মণিপুর রাজ্যে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ভারতীয় চার সেনাসহ ৭ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার না করলেও মণিপুরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এর সঙ্গে জড়িত বলে ধারণা করছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

শনিবার (১৩ নভেম্বর)  স্থানীয় সময় সকাল ১০টার দিকের প্রাণঘাতী এই হামলায় আহত আরও দুই সৈন্যের অবস্থা আশঙ্কাজনক বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মণিপুরের মিয়ানমার সীমান্ত লাগোয়া চূড়াচাঁদপুর জেলায় সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক কর্নেলসহ সাতজন নিহত হয়েছেন। গত কয়েক বছরের মধ্যে মণিপুরে সামরিক বাহিনীর বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে বড় হামলা।

এর আগে, ২০১৫ সালে এই রাজ্যে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২০ সদস্যের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অনেক রাজ্যের মতো মণিপুরেও ডজনখানেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা বৃহত্তর স্বায়ত্তশাসন অথবা বিচ্ছিন্নতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। বাংলাদেশ, মিয়ানমার, ভুটান এবং চীনের সঙ্গে সীমান্ত রয়েছে মণিপুরের এমন কিছু এলাকায় গত কয়েক দশক ধরে সামরিক বাহিনী মোতায়েন রেখেছে ভারত।

/জেআর/