মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে আবারও জুমার নামাজে বোমা হামলা, নিহত ৩
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 12 November, 2021 09:29 PM
আফগানিস্তানে আবারও জুমার নামাজে বোমা হামলার ঘটনা ঘটেছে। আর এতে নিহত হয়েছেন অন্তত ৩ জন।
শুক্রবার (১২ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনঘার এলাকার একটি শিয়া মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও তালেবান নেতা বার্তাসংস্থা এএফপিকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, নানগারহার প্রদেশের স্পিনঘার জেলায় জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরিত হয়েছে।’
ওই নেতা আরও জানান, বিস্ফোরণে অন্তত ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ১২ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র মার্কিন বার্তাসংস্থা এপি নিউজকে বলেছেন, নামাজের আগেই মসজিদটিতে বোমা ফিট করেছিল দুষ্কৃতকারীরা।
উল্লেখ্য, এ ঘটনায় ইতোমধ্যে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস-কে দায় স্বীকার করেছে। এর আগে, অক্টোবর মাসে আফগানিস্তানের দুটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়েছিল আইএস-কে। সেসব হামলায় মৃতের সংখ্যা ১২০ জনেরও বেশি।
/জেআর/