| |
               

মূল পাতা উপমহাদেশ ফিরে দেখা দেশভাগ : ভারত দখল করে মুসলিমশাসিত জুনাগড়


ফিরে দেখা দেশভাগ : ভারত দখল করে মুসলিমশাসিত জুনাগড়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 November, 2021     01:13 AM    


নতুন করে আবারও আলোচনায় এলো বর্তমান গুজরাট রাজ্যের জুনাগড় নগর। জানা যায়, ১৯৪৭ সালে উপমহাদেশ ভারত-পাকিস্তানে বিভক্তির পরপরই ভারত মুসলিমশাসিত রাজ্য জুনাগড়ের ওপর সীমা লঙ্ঘন করে এবং জোরপূর্বক এটি দখল করে নেয়। কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত সোমবার প্রকাশিত বিশ্লেষণাত্মক প্রতিবেদনে বলা হয়েছে যে, জুনাগড় মুসলিম রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং এটিতে ধনী হওয়ার অনন্য ব্যবস্থা ছিল। ব্রিটিশ ভারতের ৫৬১টি রাজ্যের মধ্যে রাজস্ব উৎপাদনের ক্ষেত্রে পঞ্চম স্থানে ছিল জুনাগড়। এতে আরো বলা হয়েছে, ‘ভিয়েনা চুক্তির আইনের ২৬ ধারা’র স্পষ্ট লঙ্ঘন করে এটি অবৈধভাবে ভারত দখল করেছে।

ইতিহাস থেকে জানা যায় যে, জুনাগড়ের তৎকালীন গভর্নর নবাব মহব্বত খানজি পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একটি চুক্তিতে পৌঁছেন এবং ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন’-এ স্বাক্ষর করেন। প্রতিবেদনে যোগ করা হয়েছে যে, এটিই প্রথম রাজকীয় রাজ্য যা ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর পাকিস্তানে যোগদান করে।

এতে বলা হয়েছে, ‘রাজ্যটি আইনগতভাবে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ, কারণ সেখানে জুনাগড়ের নবাব এবং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর স্বাক্ষরিত একটি প্রকৃত ‘অধিযোগের উপকরণ রয়েছে’।

এতে বলা হয়েছে, জুনাগড়ের নবাব যখন যোগদান সংক্রান্ত প্রক্রিয়াগত বিশদ আলোচনার জন্য পাকিস্তানের তৎকালীন রাজধানী করাচি সফর করেন, তখন ভারত একে হস্তক্ষেপের সুযোগ হিসাবে গ্রহণ করে এবং তার সৈন্যদের মার্চ করিয়ে ১৯৪৭ সালের ৯ নভেম্বর রাজ্যটি দখল করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আন্তর্জাতিক আইন ও বিভাজন পরিকল্পনা লঙ্ঘন করে ভারত কাশ্মীর এবং জুনাগড় উভয়কেই বেআইনিভাবে দখলে রেখেছে’। প্রতিবেদনে যোগ করা হয়েছে, রাজ্যটি একটি আন্তর্জাতিক সমস্যা, কারণ ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে বিষয়টি উত্থাপন করেছিলেন।

প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে, ‘পাকিস্তান জুনাগড় ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ তারা এটিকে তার নতুন রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে এবং কাশ্মীর এবং জুনাগড় উভয়ই একই ভাগ্য বরণ করেছে, কারণ শুধুমাত্র এ রাজ্যের জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে’। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

/জেআর/