| |
               

মূল পাতা ইসলাম ৪২ দেশে অমুসলিম ঘোষিত কাদিয়ানিদের প্রকাশ্য কার্যক্রম মেনে নেওয়া যায় না : খতমে নবুওয়ত


৪২ দেশে অমুসলিম ঘোষিত কাদিয়ানিদের প্রকাশ্য কার্যক্রম মেনে নেওয়া যায় না : খতমে নবুওয়ত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 November, 2021     01:26 AM    


বিশ্বের ৪২টি দেশে অমুসলিম ঘোষিত কাদিয়ানিদের বাংলাদেশে প্রকাশ্য কার্যক্রম মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। সংগঠনটি দাবি জানিয়েছে, কাদিয়ানিদের যাবতীয় অপতৎপরতা রোধ ও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

শনিবার (৬ নভেম্বর) সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী লিখিত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, কাদিয়ানিরা মুসলিম নামধারী কাফের। এরা অমুসলিম হয়েও ‘আহমদিয়া মুসলিম জামাত’ নাম ধারণ করে বাংলাদেশের সরল-সহজ মুসলমানদের ঈমান ধ্বংস করছে। তারা মুসলিম পরিচয়ে এ দেশে বসবাস করায় সাধারণ মুসলমান বিভ্রান্ত হচ্ছে। তাদের কৌশলি মিথ্যা দাওয়াতে সরলমনা মানুষ ঈমানহারা হচ্ছে। মিথ্যুক গোলাম আহমদ ও তার অনুসারী কাদিয়ানীদের বিরুদ্ধে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগতভাবেও দেশব্যাপী সচেতনতা তৈরি করা সময়ের অপরিহার্য দাবি ও ঈমানী দায়িত্ব।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর সভাপতি আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছি। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমেও জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, এ দেশের উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় তাওহীদি জনতা বহু আগ থেকেই কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছেন। ন্যায় সংগত এ দাবি মেনে বিশ্বের প্রায় ৪২টি দেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে তাদের কার্যক্রম প্রকাশ্যে চলছে। যা কখনোই মেনে নেওয়া যায় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, মাওলানা মাফুজুল হক, মাওলানা আব্দুল কাইউম সোবহানী, ছরছীনার পীর মাওলানা সাইফুল্লাহসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

/জেআর/