রহমতটোয়েন্টিফোর ডেস্ক 06 November, 2021 11:39 PM
সাধারণ মালিকদের আগের ভাড়ায় গাড়ি চালানো কোনোভাবেই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ধর্মঘট যাতে না এ জন্য আমরা চেষ্টা করেছি, তবে চলতি ভাড়ায় তারা গাড়ি চালাতে অপারগ। চলমান পরিবহন ধর্মঘট বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বানের ধর্মঘট নয়।
শনিবার (৬ নভেম্বর) রাতে রংপুরে মাওলানা কেরামত আলী (রা.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
রাঙ্গা বলেন, ধর্মঘট যাতে না এ জন্য আমরা চেষ্টা করেছি, প্রধানমন্ত্রী দেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। সাধারণ মালিকদের দাবি আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। এখন আমরা যদি বেশি চাপ সৃষ্টি করি, তাহলে আমাদের নেতৃত্বই থাকবে না। আমরা ধর্মঘট করছি না, আহ্বানও করিনি। এটা সাধারণ মালিকরা করেছেন। কারণ, বাংলাদেশ পেট্রোয়িলাম করপোরেশন একতরফাভাবে এক রাতেই ডিজেল-কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। যা যুক্তিসংগত নয়।
তিনি বলেন, হঠাৎ করে ডিজেল-কেরোসিনের দাম বাড়ায় সাধারণ মালিকরা বলছেন এখন প্রতি কিলোমিটারে ৫২ পয়সা অতিরিক্ত খরচ হবে। যমুনা সেতুর টোল বাড়ানোয় প্রায় এক হাজার টাকা খরচ বাড়বে। এ ছাড়া সড়কে তো চাঁদা আদায় হচ্ছে। মালিক শ্রমিক ও বিভিন্ন সংস্থার লোকজন আছেন, তারাও চাঁদা তোলেন।
তিনি বলেন, কেরোসিন ও ডিজেলের দাম একসঙ্গে লিটারে ১৫ টাকা বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রী জানেন কী না জানি না। তিনি দেশে নেই, হঠাৎ মূল্যবৃদ্ধিতে প্রধানমন্ত্রী সম্মত হতেন বলে আমরা বিশ্বাস করি না। আমাদের সঙ্গে আলোচনা না করে তেলের দাম একতরফাভাবে বাড়ানো ঠিক হয়নি। একটা শালীনতা তো থাকে, সেটাও বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) করেনি।
/জেআর/