| |
               

মূল পাতা আন্তর্জাতিক ‘আপনি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি’, মোদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী


‘আপনি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি’, মোদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 November, 2021     04:51 PM    


‘আপনি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি’ বলে মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বুধবার (৩ নভেম্বর) পার্স টুডের খবরে জানানো হয়, গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে গতকাল মঙ্গলবার দুই নেতার এক প্রাণবন্ত আলোচনায় এ কথা বলেন বেনেট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতের ওপর হাত রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘আপনি আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। আপনি কি আমার দলে যোগ দেবেন? অদ্ভুত এ প্রস্তাব পেয়ে নাফতালি বেনেটের হাতে মৃদু চাপড় দিয়ে হেসে উঠেন মোদি। বলেন, ‘ধন্যবাদ’।

নরেন্দ্র মোদিকে নাফতালি বলেন, ‘ধন্যবাদ দিতে চাই আপনাকে। আপনি সেই ব্যক্তি যিনি ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক নতুন করে শুরু করেছেন। এই গভীর সম্পর্ক দুই অনন্য সভ্যতার মধ্যে- ভারতীয় সভ্যতা ও ইসরায়েলি সভ্যতা।’

উল্লেখ্য, মুসলমানদের প্রধান শত্রু অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে উগ্র-ধর্মান্ধ হিন্দুত্ববাদী ভারতের মহরম-দহরম সম্প্রতি বেড়েছে। এর আগে, কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে প্রথমবারের মতো নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন।

/জেআর/