| |
               

মূল পাতা আন্তর্জাতিক সুদানে সেনা অভ্যুত্থান : সরকার ভেঙে জরুরি অবস্থা জারি


সুদানে সেনা অভ্যুত্থান : সরকার ভেঙে জরুরি অবস্থা জারি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 October, 2021     10:06 PM    


সুদানের সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে সরকার ভেঙে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। আটক করা হয়েছে সুদানের প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে। সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় এ জরুরি অবস্থা জারি করেন।

সোমবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, সেনাবাহিনী ক্ষমতা দখলের বিরোধিতায় রাজপথে বিক্ষোভ নেমেছেন সুদানের গণতন্ত্রকামী জনগণ। বিক্ষোভস্থলে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। সেনা সদর দফতরে প্রবেশের চেষ্টা চালালে বাধার মুখে পড়েন বিক্ষুব্ধরা।

অভ্যুত্থানের পর দেশটির বেশির ভাগ সরকারি দফতর, মন্ত্রণালয়, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম।

/জেআর/