মূল পাতা মুসলিম বিশ্ব চারটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো হামাস
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 20 October, 2021 07:42 PM
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আরও চারটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
বুধবার (২০ অক্টোবর) পার্স টুডের খবরে জানানো হয়, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস চারটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। সামরিক শক্তি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবরে জানানো হয়।
ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানায়, ইহুদিবাদী ইসরাইল দাবি করছে, তাদের সর্বশেষ আগ্রাসনে গাজার প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু বাস্তবে ১২ দিনের আগ্রাসনে গাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি।
এর আগে, গত শুক্রবার হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা একটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন। এরপর থেকে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক ক্ষেপণান্ত্রের পরীক্ষা চালাচ্ছে হামাস।
/জেআর/