| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি পীরগঞ্জের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ


পীরগঞ্জের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 October, 2021     11:57 PM    


পীরগঞ্জে ‘ধর্ম অবমাননা’র অভিযোগ তুলে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান।

সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল প্রকার উস্কানি ও সহিংসতা থেকে দেশের স্বার্থে সবাইতে বিরত থাকতে হবে। কোনো প্রকার উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না।

চরমোনাই পীর বলেন, এদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষেরই এদেশে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। যারা ধর্মীয় কারণে কোনো নাগরিকের জানমালের নিরাপত্তার জন্যে হুমকি হয়ে দাঁড়ায়, তারা ধর্মবিরোধী, দেশবিরোধী এবং মানবাবিরোধী।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সকল রাজনৈতিক দল, ধর্মীয় ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে চরমোনাই পীর আরও বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পীরগঞ্জের ঘটনা দেশবিরোধী সেই চক্রান্তেরই অংশ।

/জেআর/