| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি দাড়ি-টুপি-ফতোয়া বিরোধী বক্তব্য বরদাশত করা হবে না : নেজামে ইসলাম পার্টি


দাড়ি-টুপি-ফতোয়া বিরোধী বক্তব্য বরদাশত করা হবে না : নেজামে ইসলাম পার্টি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 October, 2021     01:42 AM    


দেশের প্রাচীন সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীর দাড়ি টুপি পরে বাংলাদেশে ফতোয়া দেওয়া চলবে না মর্মে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে।

রোববার (১৭ অক্টোবর) দলটির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত ধর্মপ্রাণ মুসলমানের এই দেশে এমন বক্তব্য দেওয়া কোনোভাবেই কাম্য নয়। মন্ত্রিপরিষদের একজন দায়িত্বশীল সদস্যের এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, এটা খুবই হতাশাজনক।

এ ধরনের বক্তব্য দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট করার পরিবেশ সৃষ্টি করবে বলে তারা মত দেন। নেতৃবৃন্দ বলেন, এর দায় সরকারকেই নিতে হবে।

বিবৃতিতে নেজামে ইসলাম পার্টি তথ্য প্রতিমন্ত্রীর বহিষ্কার দাবি করেছে। (প্রেসবিজ্ঞপ্তি)

/জেআর/