মূল পাতা আন্তর্জাতিক ইসলামোফোবিয়া ও বিদেশিদের প্রতি বৈষম্য ইউরোপে এখনো বড় সমস্যা : এরদোগান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 17 October, 2021 03:11 PM
ইসলামোফোবিয়া ও বিদেশিদের প্রতি বৈষম্য ইউরোপে এখনো বড় সমস্যা বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, বর্ণবাদ, ইসলামোফোবিয়া, বিদেশিদের প্রতি আতঙ্ক ও বৈষম্য এখনো ইউরোপে বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
রোববার (১৭ অক্টোবর) আনাদোলু এজেন্সি ও আলজাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবার তুরস্ক সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
এরদোগান বলেন, ‘ইউরোপে অবস্থান করা তুর্কি জনগোষ্ঠী এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে আসছেন। ইউরোপীয় দেশগুলোর কাছে সব ধরনের বৈষম্যমূলক আচরণ ও বর্ণবাদী হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
এর আগে শনিবার জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল তার সর্বশেষ তুরস্ক সফরে ইস্তাম্বুলে আসেন। ইস্তাম্বুলে প্রেসিডেন্টের বাসভবন হুবের ম্যানশনে তিনি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।
সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক রক্ষায় মেরকেলের ‘বিশ্বাস ও অবদানকে’ তুরস্ক স্মরণে রাখবে।
/জেআর/