| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সহিংসতায় নিহতদের স্মরণে আজ লেবাননে শোক দিবস


সহিংসতায় নিহতদের স্মরণে আজ লেবাননে শোক দিবস


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 October, 2021     08:40 AM    


সহিংসতায় নিহতদের স্মরণে আজ শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয়ভাবে শোক দিবস পালন করছে লেবানন। এর আগে এ শোক পালনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানান, বৈরুতে গোলাগুলির ঘটনায় আমরা উদ্বিগ্ন। দেশে শান্তি বজায় রাখতে হবে। লেবাননকে সহিংসতার দিকে টেনে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে আমরা তৎপর থাকব।

বৃহস্পতিবার হিজবুল্লাহর হাজার হাজার সমর্থক কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হয়। লেবাননের রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও এতে অংশ নেয়। এক পর্যায়ে বিক্ষোভ লক্ষ্য করে চারদিক থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছয় জন। আহত হন কমপক্ষে আরও ৩০ জন।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে সেনাসদস্যরা। তাদেরকে ট্যাংক নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে। এ সময় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সশস্ত্র সদস্যরাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালায়। এ নিয়ে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সারা দেশে শান্তি বজায় রাখতে সবার সহায়তা চেয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

/জেআর/