মূল পাতা আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান কাতারের
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 October, 2021 03:06 PM
আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে কাতার। দেশটি বলছে, অন্য দেশগুলোকে আফগানিস্তানের কর্তৃপক্ষ হিসেবে তালেবান সরকারের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে হবে। একইসঙ্গে তালেবানকেও প্রশাসন পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। নারীদের কাজের সুযোগ এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারকে সম্মান করতে হবে।
বুধবার (১৩ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার দোহার গ্লোবাল সিকিউরিটি ফোরামে কাতারের এমন মনোভাবের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত মুতলাক আল কাহতানি।
কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এ বিশেষ দূত বলেন, এই মুহূর্তে কাবুলের নতুন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং মানবিক সংকট মোকাবিলার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন।
এ সময় তিনি বলেন, তবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও পর্যন্ত কোনো অগ্রাধিকার ইস্যু নয়।
/জেআর/