রহমতটোয়েন্টিফোর ডেস্ক 11 October, 2021 10:04 PM
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এক সেনা কর্মকর্তাসহ ৫ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১১ অক্টোবর) জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও পার্স টুডের।
জানা যায়, কাশ্মিরে অভিযান চালানোর সময় ‘বিচ্ছিন্নতাবাদীদের’ সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক সেনা কর্মকর্তাসহ ৫ জন ভারতীয় জওয়ান নিহত হন।
সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে জেলায় গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়। ভারতের একজন প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘গোয়েন্দা তথ্য পেয়ে, নিরাপত্তা বাহিনী পুঞ্চের সোরানকোট এলাকার ‘ডেরা কি গলি’ সংলগ্ন গ্রামে তল্লাশি অভিযান চালায়, এ সময় ‘সন্ত্রাসী’ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।’
/জেআর/