| |
               

মূল পাতা সফর চলে গেলেন পায়ে হেঁটে হজ পালন করা হাজী মহিউদ্দীন


চলে গেলেন পায়ে হেঁটে হজ পালন করা হাজী মহিউদ্দীন


দিনাজপুর সংবাদদাতা     11 October, 2021     11:58 PM    


পায়ে হেঁটে হজ পালন করা দিনাজপুরের হাজী মোহাম্মদ মহিউদ্দীন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১১ অক্টোবর) হাজী মহিউদ্দীনের পারিবারিক সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন তিনি।  দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খসরুর মোড়ে তৃতীয় মেয়ের বাসায় তার ইন্তেকাল হয়।

আজ বাদ জোহর রামসাগর জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে নিজ বাড়ি দীঘিপাড়ার পারিবারিক কবরস্থানে  তাকে দাফন করা হয়।

সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া পায়ে হেঁটে হজ পালনকারী হাজী মহিউদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান জানান, হাজী মহিউদ্দীন ১৯০৬ সালে ১০ আগস্ট দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের রামসাগর দিঘিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ইজার উদ্দীন ও মমিরন নেছার ছেলে।

প্রসঙ্গত, মোহাম্মদ মহিউদ্দীন ১৯৬৮ সালে হজ করেছিলেন। আর্থিক সামর্থ্য না থাকায় আত্মবিশ্বাস আর এলাকাবাসীর সহায়তায় হেঁটেই হজ পালন করতে যান তিনি। তার পায়ে হেঁটে হজ করতে সময় লেগেছিল ১৮ মাস। এই সময়ের মধ্যে তিনি ৩০টি দেশ সফর করেছেন।

/জেআর/