| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী আরব আমিরাত গিয়ে বললেন— ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না


ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী আরব আমিরাত গিয়ে বললেন— ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 October, 2021     03:12 PM    


ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ। ইসরাইলের সঙ্গে চুক্তি করে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী মুসলিম দেশ খোদ আরব আমিরাতে গিয়ে সম্প্রতি এ মন্তব্য করেছে ইহুদিবাদী দেশটির ওই মন্ত্রী।

রোববার (১০ অক্টোবর) আরব নিউজের খবরে বলা হয়, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এ মন্তব্য করেছেন অবৈধ দেশটির এ মন্ত্রী। আমিরাতে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০ এর অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ।

সেখানে তিনি ফিলিস্তিন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি আমিরাত সরকারের কাছে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী।

বিশেষ করে প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিদ তাদের শাসনামলে কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর আরব দেশগুলোর সমালোচনা উপেক্ষা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। এ ঘটনাকে মুসলিম উম্মাহর সঙ্গে আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে মুসলিম বিশ্বের জনগণ মনে করেন।

/জেআর/