| |
               

মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তানে আইএসকে পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র : ইরান


আফগানিস্তানে আইএসকে পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র : ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 October, 2021     02:33 AM    


আফগানিস্তানে আইএসকে যুক্তরাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। তিনি বলেন, আফগানিস্তানে আইএস জঙ্গিগোষ্ঠীকে সংগঠিত ও পৃষ্ঠপোষকতা করছে খোদ যুক্তরাষ্ট্র।

রোববার (১০ অক্টোবর) তাসনিম নিউজের খবরে জানানো হয়, সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাইসি বলেন, এ কথা কারও অজানা নয় যে, মার্কিন সমর্থন ও পরিকল্পনায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস) আফগানিস্তানে বেড়ে উঠেছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি আমেরিকা আইএসকে আফগানিস্তানে তৎপরতা চালানোর সুযোগ করে দিয়েছে এবং তাদের মূল মূলোৎপাটনের ক্ষেত্রে বাধা দিয়েছে।

আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে শুক্রবার ভয়াবহ বোমা বিস্ফোরণে ৫৫ জন নিহত এবং আরও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। এ হামলায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি।

/জেআর/