| |
               

মূল পাতা প্রবাস ঢাকা-মালদ্বীপ রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু ১৯ নভেম্বর


ঢাকা-মালদ্বীপ রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু ১৯ নভেম্বর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 October, 2021     07:13 AM    


মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র এয়ারলাইন্স ইউএস-বাংলা। দশম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে আগামী ১৯ নভেম্বর ঢাকা-মালে রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন প্রতি মঙ্গল, শুক্র ও রোববার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

তিনি জানান, বাংলাদেশি যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা প্রতি মঙ্গলবার ঢাকা থেকে সকাল ১১টা ১০ মিনিট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ৩৫মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিট মালের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ১৫মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫মিনিটে ঢাকায় অবতরণ করবে।

/জেআর/