মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানে ভূমিকম্প, নিহত ২০
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 07 October, 2021 08:06 PM
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০০ জন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসির এ তথ্য জানান। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বেলুচিস্তানে এ ভূমিকম্প সংঘটিত হয়। রাত তিনটার দিকে রিকটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
বেলুচিস্তান প্রদেশের হারনাই শহরের ডেপুটি কমিশনার সোহেল আনোয়ার জানান, ১০০-এর বেশি মাটির ঘর ভেঙে পড়েছে। ভূমিকম্পে বেশ কিছু সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। উদ্ধার কর্মীরা জানিয়েছেন, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ১০২ কিলোমিটার পূর্বে এবং মাটির ২০ কিলোমিটার গভীরে।
/জেআর/