| |
               

মূল পাতা আন্তর্জাতিক ধর্ম অবমাননা : পাকিস্তানে নারী শিক্ষকের মৃত্যুদণ্ড


ধর্ম অবমাননা : পাকিস্তানে নারী শিক্ষকের মৃত্যুদণ্ড


বিশেষ প্রতিনিধি     28 September, 2021     05:50 AM    


ধর্ম অবমাননার অভিযোগে এক নারী শিক্ষকের মৃত্যুদণ্ড হয়েছে পাকিস্তানে। ওই নারীর নাম সালমা তানভীর। ধর্ম অবমাননার অপরাধে পাকিস্তানের একটি আদালত ওই নারী স্কুল অধ্যক্ষকে মৃত্যুদণ্ড দিয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, লাহোরের একটি জেলা ও দায়রা আদালত সোমবার তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ৫ হাজার রুপি জরিমানা করেছে।

সোমবার ২২ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, ‘কোনও সন্দেহ ছাড়াই প্রমাণিত হয়েছে যে অভিযুক্ত সামলা তানভীর এমন কিছু লিখেছেন এবং ছড়িয়ে দিয়েছেন যা স্পষ্টত নবী মোহাম্মদ (স.) এর অবমাননা। তিনি তার বিরুদ্ধে অনীত অভিযোগ মিথ্যা প্রমাণে ব্যর্থ হয়েছেন।’

প্রসঙ্গত, পাকিস্তানে ধর্মঅবমাননা আইন এবং নির্ধারিত শাস্তি গুরুতর। ১৯৮৭ সাল থেকে পাকিস্তানে এই আইনে কমপক্ষে ১৪৭২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

/জেআর/