| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে দাড়ি কাটা যাবে না, চলবে না আমেরিকান স্টাইল : তালেবান


আফগানিস্তানে দাড়ি কাটা যাবে না, চলবে না আমেরিকান স্টাইল : তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 September, 2021     01:27 AM    


আফগানিস্তানে দাড়ি কাটা যাবে না এবং আমেরিকানদের কোনো স্টাইল বা অনুকরণ চলবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির বর্তমান সরকার। তারা বলছেন, আফগানিস্তান থেকে আমেরিকান সংস্কৃতি মুছে ফেলা হবে। নিজের ইচ্ছে মতো দাড়ি কাটা বা সেভ করা যাবে না।  

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিবিসি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন মারফত এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক নিয়মনীতির পরিবর্তন আনা হয়েছে দেশটিতে। এর মধ্যেই দেশটির নাপিতদের দোকানে গিয়ে এসব নির্দেশনা দিয়েছে তালেবান।

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের সেলুনে গিয়ে তালেবান জানিয়েছে, ইসলামি আইন অনুযায়ী দাড়ি কামানো নিষিদ্ধ। কেউ দোকানে দাড়ি কাটতে বা সেভ করতে এলে তাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে।

জানা গেছে, হেলমন্দের জায়গায় জায়গায় টাঙানো পোস্টারে লেখা রয়েছে, সেলুনে মাঝে মাঝে গুপ্তচর হিসেবে তালেবান সদস্যদের পাঠানো হবে। কোনো নাপিতকে কারো দাড়ি কাটতে বা সেভ করতে দেখলেই সাজা দেওয়া হবে। শুধু হেলমন্দেই নয়, রাজধানী কাবুলের নাপিতরাও একই বার্তা পেয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনগুলোতে।

/জেআর/