মূল পাতা আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভাঙছে তালেবান: জাতিসংঘ
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 September, 2021 12:49 AM
তালেবান প্রতিশ্রুতি ভাঙছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, নারীদের বাড়িতে থাকার নির্দেশ, কিশোরীদের স্কুলে যেতে বাধা এবং পুরোনো শত্রুদের ঘরে ঘরে তল্লাশির মাধ্যমে আফগানিস্তানে তালেবান শাসকরা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘গত মাসে ইসলামপন্থী এই গোষ্ঠী ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং বিপজ্জনক এক অধ্যায়ে’ প্রবেশ করেছে। দেশটির নারী এবং জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের অনেক সদস্য গভীরভাবে উদ্বিগ্ন।’’
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদকে ব্যাচেলেট বলেন, ‘তালেবানরা নারীদের অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টো চিত্র দেখা গেছে। আশ্বাসের বিপরীতে সেখানে নারীদের জনপরিসর থেকে বাদ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে শাসনক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর দেশটিতে তারা নতুন সরকার গঠন করে।
/জেআর/