মূল পাতা মুসলিম বিশ্ব মুসলিম দেশেও হিজাবে নিষেধাজ্ঞা ছিল, অবশেষে মিলল অনুমতি
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 07 September, 2021 03:38 PM
একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও কট্টরপন্থী সরকারের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এত দিন হিজাব পরায় নিষেধাজ্ঞা ছিল। এবার অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে হিজাব পরার অনুমতি দিয়েছে উজবেকিস্তানের সরকার।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উজবেকিস্তানের প্রধান ধর্ম ইসলাম। কিন্তু দেশটির সরকার কার্যত কট্টর অসাম্প্রদায়িক। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই তারা এ বিষয়ে কঠোর। গত তিন দশক ধরে ধর্মীয় রীতিনীতি পালনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে মধ্য এশিয়ার দেশটি।
গত শনিবার (৪ সেপ্টেম্বর) উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী শেরজদ শেরমাতভ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হিজাব পরিধানে অনুমতি চেয়ে অসংখ্য অভিভাবক আবেদন করেছে। সেই পরিপ্রেক্ষিতে সাদা অথবা হালকা রংয়ের হিজাব বা মাথার টুপি পরার অনুমোদন দিয়েছে সরকার।
জানা যায়, ক্লাসে মুসলিম নারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। দেশটির জনসাধারণের ধর্মীয় বিশ্বাস বিরোধী এমন সিদ্ধান্তের কারণে উজবেকিস্তানের স্কুল-কলেজে শিক্ষার্থী কমে আসছিল।
/জেআর/