মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে তালেবান সরকার : কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 07 September, 2021 02:13 AM
অবশেষে আফগানিস্তানে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে নতুন সরকারের ঘোষণা দেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
এ সময় সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকার ঘোষণার অপেক্ষায় আছেন।
এক নজরে দেখে নেওয়া যাক, তালেবানের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা:
মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দ- প্রধানমন্ত্রী
আব্দুল গনি বারাদার- প্রথম উপ প্রধানমন্ত্রী
আব্দুস সালাম হানাফি- দ্বিতীয় উপ প্রধানমন্ত্রী
মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ- ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী
সিরাজুদ্দিন হক্কানি- ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী
আমির খান মুত্তাকি- ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
আব্দুল হক ওয়াসিক- গোয়েন্দা সংস্থার প্রধান
কারি ফাসিহ উদ্দিন- সেনাপ্রধান
হেদায়েতুল্লাহ বাদরি- ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী
নুরুল্লাহ মুনির- ভারপ্রাপ্ত ধর্মমন্ত্রী
খয়রুল্লাহ খয়েরখা- ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতিমন্ত্রী
নূর মোহাম্মাদ সাকিব- ভারপ্রাপ্ত হজ্ব ও ওয়াকফ মন্ত্রী
আব্দুল হাকিম শরয়ি- ভারপ্রাপ্ত আইন ও বিচারমন্ত্রী
নুরুল্লাহ নুরি- ভারপ্রাপ্ত গোত্র বিষয়ক মন্ত্রী
মোহাম্মাদ ইউনুস আখুন্দজাদা- ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন মন্ত্রী
মোহাম্মাদ খালেদ- সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ বিষয়ক মন্ত্রী
আব্দুল মান্নান ওমরি- ভারপ্রাপ্ত জনকল্যাণ মন্ত্রী
মোহাম্মাদ আইস আখুন্দ- ভারপ্রাপ্ত জ্বালানী ও খনিজসম্পদমন্ত্রী
আব্দুল লতিফ মনসুর- ভারপ্রাপ্ত পানি ও বিদ্যুৎমন্ত্রী
হামিদুল্লাহ আখুন্দজাদা- ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী
আব্দুলবাকি হক্কানি- উচ্চ শিক্ষামন্ত্রী
নাজিবুল্লা হক্কানি- টেলি যোগাযোগমন্ত্রী
খলিলুর রহমান হক্কানি- ভারপ্রাপ্ত অভিবাসনমন্ত্রী।
/জেআর/