মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের সেনাপ্রধান হলেন মৌলভী কারী ফাসিহ উদ্দিন
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 07 September, 2021 02:33 AM
আফগানিস্তানের নতুন সেনাপ্রধান বা দেশটির আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভী কারী ফাসিহ উদ্দিন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে, তালেবানকে দ্রুত ক্ষমতায় আনতে যে ২২জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে কারী ফাসিহ উদ্দিন অন্যতম। কারী ফাসিহ উদ্দিনকে তালেবানের বিশেষ ‘ক্যারিশমেটিক নেতা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জানা যায়, মৌলভী কারী ফাসিহ উদ্দিন খুব দ্রুততার সঙ্গে তালেবানের শীর্ষ পর্যায়ে চলে আসেন। তিনি চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী বাদাকশান প্রদেশের ছায়া গভর্নর হিসেবেও পরিচিত ছিলেন। পানশিরে মাসুদ বাহিনীকে পরাস্ত করতে তাজিকিস্তানের বংশোদ্ভূত কারী ফাসিহ উদ্দিন বিশেষ ভূমিকা পালন করেছেন। তার পুরস্কার স্বরূপ তাকে তালেবানের নতুন সরকারে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, পানশির জয় করে তিনি বীরত্বের পুরস্কার হিসেবে ওই পদ পেয়েছেন।
উল্লেখ্য, কারী ফাসিহ উদ্দিন দীর্ঘ দিন ধরে তালেবানের সামরিক কমিশনের ডেপুটি ছিলেন। তার নেতৃত্বে পানশির ছাড়াও তালেবান বিভিন্ন অভিযানে সাফল্য পেয়েছে।
/জেআর/