| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     05 September, 2021     05:52 PM    


সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। জানা গেছে, ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের পূর্ব এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এ হামলা চালায়।

রোববার (৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

হামলা সম্পর্কে সৌদি আরব এক বিবৃতিতে দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইয়েমেনের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি বিস্ফোরক বোঝাই ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি দাবি করেন, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কারণে এর টুকরো দাম্মাম শহরের একটি অঞ্চলে ছড়িয়ে পড়ে, যার কারণে দুইটি শিশু আহত হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনি বাহিনীর এই হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ইয়েমেনের ওপর সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ হামলার জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী।

/জেআর/