মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তানে আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 28 August, 2021 11:17 AM
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগাহারে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও সিএনএন-এর।
এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা। শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র সেনা বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী আজ আইএস-কে (খোরাসান) ঘাঁটিতে হামলা করেছে। আফগানিস্তানের নানগাহার প্রদেশে এই হামলা চালানো হয়েছে।’
‘আইএস-কে’র একজন মাস্টারমাইন্ডকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছিল। প্রাথমিক ইঙ্গিতসমূহ বলছে, আমরা টার্গেটকে হত্যা করতে সক্ষম হয়েছি। কোনো বেসামরিক মানুষ এই হামলায় হতাহত হয়েছেন- এমন সংবাদ পাওয়া যায়নি।’
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুদফা বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৭০ জন মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা সদস্যও রয়েছেন।
/জেআর/