| |
               

মূল পাতা সফর ৭ মাসে তুরস্ক ভ্রমণ করেছে এক কোটি পর্যটক


৭ মাসে তুরস্ক ভ্রমণ করেছে এক কোটি পর্যটক


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 August, 2021     12:58 AM    


মাত্র ৭ মাসে এরদোগানের দেশ তুরস্ক ভ্রমণ করেছে ১ কোটিরও বেশি পর্যটক। এটি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান।

মঙ্গলবার (২৪ আগস্ট) তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সফরে যাওয়া পর্যটকদের মধ্যে সর্বোচ্চ ৩৮ লাখ ৫০ হাজার মানুষ ইস্তাম্বুল শহর ভ্রমণ করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিসোর্ট শহর আনতালিয়া। গত সাত মাসে সেখানে ভ্রমণকারীর সংখ্যা ৩২ লাখ ৬০ হাজার। এছাড়া বুলগেরিয়া ও গ্রিস সীমান্ত সংলগ্ন এডিরন শহরটি ঘুরে দেখেছেন ১২ লাখ ২০ হাজার মানুষ।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, বিদেশি ভ্রমণকারীদের মধ্যে ১৫ দশমিক ৪১ শতাংশ ছিল রাশিয়ার নাগরিক। দ্বিতীয় স্থানে থাকা জার্মানি থেকে ১৫ দশমিক ৫ শতাংশ, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ইউক্রেন, বুলগেরিয়া ও ইরান থেকে এসেছে যথাক্রমে ১১ দশমিক ০৮, ৪ দশমিক ৮৫ এবং ৪ দশমিক ৩ শতাংশ পর্যটক।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে করোনার মধ্যে তুরস্ক ভ্রমণ করেছিল ১ কোটি ২৭ লাখ মানুষ। তার আগের বছর (২০১৯ সালে) দেশটিতে ভ্রমণ করেছিল প্রায় দুই কোটি মানুষ।   

/জেআর/