মূল পাতা মুসলিম বিশ্ব পানশিরের নিয়ন্ত্রণ নিতে রওনা দিয়েছে তালেবানের যোদ্ধারা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 23 August, 2021 12:20 PM
তালেবানের হাতে এখনো যে কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেই, তার অন্যতম হলো পানশির। এলাকাটির নিয়ন্ত্রণ নিতে ইতোমধ্যে রওনা দিয়েছে শতশত তালেবান যোদ্ধা।
গতকাল রোববার তালেবানের আরবি টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ তুলে দিতে অস্বীকার করার পর ইসলামি আমিরাতের শত শত মুজাহিদিন নিয়ন্ত্রণ নিতে পানশির যাচ্ছে।
এদিকে ওই এলাকার নিয়ন্ত্রণে থাকা আহমদ মাসুদ বলেছেন, তিনি আশা করেন, তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হবে। তবে তার বাহিনী যুদ্ধ করতেও প্রস্তুত।
তিনি টেলিফোনে রয়টার্সকে জানান, আমরা তালেবানকে বোঝাতে চাই, আলোচনাই একমাত্র পথ হওয়া উচিত। তিনি পানশিরে নিয়মিত সামরিক ইউনিট ছাড়াও বিশেষ বাহিনীর সদস্যদের জড়ো করেছেন।
উল্লেখ্য, রাজধানী কাবুলসহ প্রায় পুরো আফগানিস্তান তালেবানের হাতে চলে এলেও সাবেক সরকারের কিছু সৈন্য পানশিরে সমবেত হয়ে প্রতিরোধ চালানোর ঘোষণা দিয়েছে। কাবুলের উত্তরে অবস্থিত এ এলাকাটি তালেবানবিরোধী দুর্গ হিসেবে পরিচিত।
সূত্র : আল জাজিরা ও রয়টার্স
/জেআর/