রহমতটোয়েন্টিফোর ডেস্ক 22 August, 2021 11:40 PM
ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে ভুয়া ছবি দিয়ে বিশ্বকে আমেরিকা বিভ্রান্ত করেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার (২২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘করোনার উৎস ও কারণ উদ্ঘাটনের বিষয়টি বিজ্ঞানীদের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি।’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যেকোনো তদন্তের ফল বিপর্যয় ডেকে আনে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এর দৃষ্টান্ত হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে অভিযানের বিষয়টি উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি প্রথমত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তারপর বলা হয়, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এর পক্ষে ভুয়া তথ্য ও ছবি হাজির করা হয়। এগুলো দিয়ে পুরো বিশ্বকে বিভ্রান্ত করে বিশ্বাস করানো হয় যে ‘বিষয়টি সত্য’।
তিনি বলেন, কিন্তু ইরাক দখলের পর তারা দুই বছরের বেশি সময় ধরে তার ছিটেফোঁটা বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করল।
/জেআর/