| |
               

মূল পাতা সোশ্যাল মিডিয়া আফগানদের জন্য নতুন নিয়ম করল ফেসবুক


আফগানদের জন্য নতুন নিয়ম করল ফেসবুক


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 August, 2021     04:45 PM    


আফগান নাগরিকদের জন্য নতুন নিয়ম করেছে ফেসবুক। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির নাগরিকদের ‘নিরাপত্তা’র কথা বলে নতুন নিয়ম সামনে এনেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক, টুইটার ও লিংকড ইন।

ফেসবুক দাবি করছে, তালেবানের হামলার ঝুঁকিতে থাকা আফগানদের সুরক্ষা নিশ্চিত করতেই নতুন ব্যবস্থা চালু করেছে তারা।

শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে তথ্য দিয়েছে বিবিসি। ওই প্রতিবেদন থেকে জানা গেছে, আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য ফেসবুক একটি ‘ওয়ান-ক্লিক টুল’ চালু করেছে। এর মাধ্যমে খুব দ্রুত ও সহজেই অ্যাকাউন্ট ‘লক’ করা যাবে। অ্যাকাউন্ট ‘লক’ করলে ব্যবহারকারীর বন্ধু তালিকার বাইরের কেউ তার পোস্ট দেখা ও প্রোফাইলের ছবি শেয়ার বা ডাউনলোড করতে পারবে না।

নতুন এই নিয়মের কারণে আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীরা এখন অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাদের পোস্ট সুরক্ষিত রাখতে পারবেন। ফলে অচেনা কেউ এসব পোস্ট দেখতে পাবেন না। এ ছাড়া ফেসবুকে তাদের বন্ধুর তালিকাও আপাতত দেখা যাবে না। তালেবানের নজরদারি এড়াতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

/জেআর/