| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমিরাত থেকে আশরাফ গনির প্রথম ভিডিওবার্তা


আমিরাত থেকে আশরাফ গনির প্রথম ভিডিওবার্তা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 August, 2021     11:11 AM    


আমিরাত থেকে প্রথম ভিডিওবার্তা দিয়েছেন আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনি। ফেসবুকে দেওয়া ৯ মিনিটের ওই ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি। ওখানে থাকলে আমাকে পিটিয়ে মেরে ফেলা হতো। আরও একজন প্রেসিডেন্টকে ল্যাম্পপোস্টে ঝুলতে দেখতেন আফগান জনতা।’

গনি বলেন, সরকার গঠনের উদ্যোগে তার সমর্থন আছে।  সরকার গঠন করতেই হবে। তিনি জানান, ‘আমি কাবুলে ফেরা নিয়ে আলোচনা চালাচ্ছি। আমি চাই আফগানবাসী ন্যায় পান এবং প্রকৃত ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক।’

গনি দাবি করেছেন, তালিবান যে কাবুলে ঢুকবে না, এমন চুক্তি ছিল। কিন্তু রোববার বিকেলে তিনি খবর পান, তালেবান একেবারে প্রেসিডেন্টের বাসভবনের প্রবেশদ্বার পর্যন্ত চলে এসেছে। তার কথায়, ‘এটা কোনোভাবেই আফগান সেনার জন্য হয়নি। এর জন্য দায়ী প্রভাবশালী রাজনীতিক ও কর্মকর্তারা। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী দেশগুলির ব্যর্থতাও এর অন্যতম কারণ।’

গনি পালিয়ে যাওয়ার পরেই রাশিয়া অভিযোগ করেছিল, গনি প্রচুর অর্থ নিয়ে পালিয়েছেন। প্লেন বোঝাই করে অর্থ নিয়েছেন তিনি। রানওয়ের পাশেও অর্থ পড়ে থাকতে দেখা গিয়েছে। গনি বলেন, এটা একেবারে বাজে কথা। তিনি কিছু জামাকাপড় ছাড়া আর কিছুই নিতে পারেননি। একটা বইও নয়। অর্থ আনলে আমিরাতে চেকিংয়ে তা ধরা পড়ত।

উল্লেখ্য, আমিরাত এর আগেও দেশ ছেড়ে আসা সর্বোচ্চ রাজনীতিকদের আশ্রয় দিয়েছে।  ২০১৭ সালে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলুক শিনাওত্রা, গত বছর স্পেনের রাজা হুয়ান কার্লোসকে আশ্রয় দিয়েছে তারা। পাকিস্তানে ফেরার আগে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও আট বছর আমিরাতে ছিলেন।

/জেআর/